তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আজিজুল হক কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে নবগঠিত সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল। বুধবার দুপুরে কলেজ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বগুড়া জেলা ছাত্রদল ঘোষিত কলেজের নতুন আহ্বায়ক কমিটি।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
সমাবেশে প্রধান আলোচক ছিলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল-আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসমুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকী রাকিব, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ, সদস্য সচিব সোহাগ হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জেবায়েদ হাসান নাহিদসহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ফ্যাসিবাদের পতনের পর উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজে ছাত্ররাজনীতির এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। বিগত সময়গুলোতে এখানে আধিপত্য বিস্তার, হল দখল, ইভটিজিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
তারা আরও বলেন, ছাত্রদল সুস্থ ধারার, শিক্ষার্থীবান্ধব ও গণতান্ত্রিক ছাত্ররাজনীতির পথেই এগিয়ে যাচ্ছে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দিকনির্দেশনায় নতুন বাংলাদেশে ইতিবাচক ছাত্ররাজনীতির সুবাতাস বইছে।