বগুড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ জুলাই ২০২৫ ২০:০৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৭৪৬ বার।

বগুড়ায় শাজাহানপুর থানায় দায়ের করা একটি হত্যা, অস্ত্র ও বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি  আবু সাঈদ (৩৮)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার দড়িনন্দগ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আসামি মোঃ আবু সাঈদ শাজাহানপুর উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওই এলাকার  ইউনুস আলী মন্ডলের ছেলে।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক। তিনি বলেন, “আসামিকে গ্রেপ্তারের পর  আদালতে সোপর্দ করা হয়েছে।”