কাহালু পৌরসভায় অনলাইনে পৌর কর প্রদান সেবার উদ্বোধন

কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ ১৮:২৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১০ বার।

বৃহস্পতিবার (৩ জুলাই) অনলাইনে  কাহালু পৌরসভার আওতাধীন সকল ধরনের পৌর কর পরিশোধের উদ্বোধন করা হয়। সোনালী  ব্যাংক পিএলসি, কাহালু শাখার  মাধ‍্যমে পরিশোধের কপি গ্রাহকের হাতে তুলে দিয়ে অনলাইন বিলিং সফ্টও্যারের মাধ্যমে  ট্যাক্স কালেকশন সেবার  উদ্বোধন করেন অত্র পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি।এ সময় উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার অন্যান্য কর্মকর্তা - কর্মচারীবৃন্দ এবং কর প্রদানকারী গ্রাহকগণ।