বগুড়ায় অপহৃত মাদ্রাসাছাত্রী ৪দিন পর উদ্ধার, কাঠমিস্ত্রি গ্রেপ্তার

ধুনট( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ ১৮:৩৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৮ বার।

বগুড়ার ধুনট উপজেলায় মাদ্রাসার সামনে ফাঁকা রাস্তা থেকে অপহরণের ৪দিন পর শাকিলা আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারী রাসেল সেখ (২৩) নামে এক কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২টায় ধুনট থানা থেকে রাসেলকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। রাসেল শেরপুর উপজেলার মধ্যভাগ গ্রামের মাখন সেখের ছেলে। আর অপহৃত মাদ্রাসাছাত্রী ধুনট উপজেলার কান্দুনিয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। সে কাদাই দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।

 

মামলা সূত্রে জানা যায়, রাসেল শেখ পেশায় কাঠমিস্ত্রি। প্রায় এক মাস আগে রাসেল কান্দুনিয়া গ্রামে এক বাড়িতে কাঠের সামগ্রী তৈরীর কাজ করছিল। এ সময় মাদ্রাসাছাত্রী শাকিলার সাথে রাসেলের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে সাকিলাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্ত রাসেলের প্রেমে সাড়া দেয়নি শাকিলা। এতে শাকিলার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে রাসেল।

 

এ অবস্থায় ২৯ জুন সকাল সাড়ে ৮টায় শাকিলা মাদ্রাসায় যাওয়ার উদ্যেশে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে মাদ্রসার সামনের রাস্তায় পৌছলে সাকিলাকে সিএনজি চালিত একটি অটোরিকশায় তুলে নিয়ে যায় রাসেল। এ ঘটনায় শাকিলার বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে ওই দিনই থানায় লিখিত অভিযোগ দায়ের করে। থানা পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে মধ্যভাগ এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও রাসেলকে গ্রেপ্তার করেছে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা ও আদালতে জবানবন্দী রেকর্ড করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামি রাসেল সেখ এরআগেও একই কৌশলে আরো ২টি মেয়ের সর্বনাশ করেছে।