বগুড়ায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ ১৯:১২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বৃহস্পতিবার বিকেলে বগুড়ার শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ বগুড়া জেলা শাখার সম্মেলন বীরমুক্তিযোদ্ধা সারোয়ার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন। বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওয়ারেসুলি ইসলাম ও বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, রাজশাহী বিভাগীয় সভাপতি বীরমুক্তিযোদ্ধা এনামুল হক, সংসঠনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হক ও অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রতিত সরকার প্রধান শেখ হাসিনা মুক্তিযোদ্ধা সংসদ কে কুক্ষিগত করে ভুয়া মুক্তিযোদ্ধাদের আখড়া বানিয়েছিল। কতিপয় বিতর্কিত মানুষের কারনে দেশের প্রকৃত মুাক্তিযোদ্ধাদের উপর অবিচার ও বৈষম্য করা হয়েছে। তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরী করে তা প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।