বগুড়ার শেরপুরে ডাংগুলি সংগীত বিদ্যালয়ের আয়োজনে বর্ষা বরণ উৎসব ও আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫ ২২:০৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শেরপুরে ডাংগুলি সংগীত বিদ্যালয়ের আয়োজনে বর্ষা বরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত্রী ৮টায় শেরপুর শহরের জগন্নাথপাড়াস্থ এলাকায় অত্র সংগঠনের সাধারন সম্পাদক শাকিল আহমেদের সভাপতিত্বে বর্ষা বরণ উৎসব ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ।

 

এ সময় বক্তারা বলেন, প্রকৃতির সঙ্গে মানুষের মনের এক নিবিড় সম্পর্ক আছে। আর বৃষ্টির সঙ্গে মিশে আছে আনন্দ, আছে বিরহ। রোদ আর বৃষ্টি যেন ভিন্ন ভিন্ন অনুভব ও আলোড়ন তৈরি করে মানুষের মনে। আকাশে ভেসে বেড়ানো মেঘমালা মানুষকে নিয়ে যায় অজানার কোনো রঙিন দেশে। বর্ষা যে কেবল আনন্দ আর সুখের বারতা বয়ে নিয়ে আসে। বর্ষা বাংলার দ্বিতীয় ঋতু। এই ঋতুর উৎসবের ভেতর দিয়েই এদেশের বৈচিত্র্যময় ধর্ম-সাংস্কৃতিক পরিচয় মেলে। সেইসাথে শ্রমজীবী মানুষের কর্মহীন হয়ে পড়া জীবনের মাঝে নির্মল আনন্দযাপন দেখা যায় নানান গীতি-বাদ্যের সুরে। 


আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন অত্র সংগঠনের সদস্য নন্দিনী রায়, দুষ্ট রায়, আরশি, নিকিতা, অংকিতা, অন্নপুর্না সরকার, শ্রদ্ধা, বৈশাখি, সুমল কুমার, মুন বসাক, অরণ্য সরকার প্রমূখ।