নন্দীগ্রামে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫ ২২:০১ ।
বগুড়ার খবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা' বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় তিনি এ লিফলেট বিতরণ করেন। সেসময় আলহাজ্ব মোশাররফ হোসেন ভ্যানচালক, রিক্সা চালক, পথচারী, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে রাষ্ট্র কাঠমো মেরামতের ৩১ দফা দাবির লিফলেট তুলে দেন।
লিফলেট বিতরণের সময় বিএনপি ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন