সরকারী কর্মচারী সমিতি মোহাম্মাদ আলী হাসপাতাল ইউনিটের নব গঠিত কমিটির অভিষেক

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫ ২১:৫৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৯ বার।

বাংলাদেশ সরকারী কর্মচারী সমিতি ১৭-২০ তম গ্রেড মোহাম্মাদ আলী হাসপাতাল ইউনিটের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাল্টিপারপাস বিল্ডিং এর নিচতলা ক্যান্টিনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালের তত্তা¡বধায়ক ডাঃ মোঃ মজিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া বিএমএ এর আহবায়ক ডাঃ আসফারুল হাবিব রোজ। বিশেষ অতিথি ছিলেন বিএমএ এর সদস্য সচিব ডাঃ মোঃ আব্দুল ওয়াহেদ, বগুড়ার সিভিল সার্জন ডাঃ একে এম মোফাখখারুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফারজানুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাশেদুল ইসলাম রনি, ডাঃ মোঃ সাইফুর রহমান শাহীন।

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মুনছুর রহমান, ডাঃ মোঃ রাসেল, ডাঃ মোঃ লায়েল, ডাঃ মোঃ তারেক, ডাঃ মোঃ মামুন, ডাঃ মোঃ ফারুক, ডাঃ মোঃ আজিজুল হক এবং ডাঃ মোঃ ফারজানুর ইসলাম সহ ডিসি অফিস, শজিমেক, শজিমেহা, জজকোর্ট বগুড়া শাখা সহ বিভিন্ন ইউনিট শাখারসভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।

 

আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলার সাবেক সাধারন সম্পাদক আব্দুল গাফ্ফার, প্রধান উপদেষ্টা জাহিদুল ইসলাম প্রমুখ।

 

সভায় নবগঠিত কমিটির সভাপতি সুলতান মাহমুদ ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সহ ১৮ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।