রংপুর পল্লী উন্নয়ন একাডেমীর উদ্যোগে জুলাই শহীদ দিবস পালিত
শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ ১৯:৪২ ।
বগুড়ার খবর
রংপুর পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক খায়রুল আনাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরচালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: মশিউর রহমান। আলোচনা সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ একাডেমির কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা জুলাই মাসের গণঅভ্যুত্থানে (যা জুলাই বিপ্লব বা ছাত্র-জনতার অভ্যুত্থান নামেও পরিচিত) তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করেছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: তানবিরুল ইসলাম। বাদ জোহর একাডেমির মসজিদে শহীদদের মাগফেরাতের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য আবু সায়েদ লিয়ন।
আরও পড়ুন