এনসিপির সমাবেশের ওপর হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মহাসড়ক অবরোধ

শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ ১৯:৪৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩২ বার।

এনসিপির সমাবেশের ওপর হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (১৬জুলাই) বিকেল পাঁচটার দিকে এনসিপির সমর্থকরা শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। পাশাপাশি মহাসড়কের উভয়পাশ অবরোধ করেন। এতে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। দূরপাল্লাগামী অসংখ্য যানবাহন আটকে থাকায় যাত্রীরা দুর্ভোগের মুখে পড়েন। একপর্যায়ে কেন্দ্রীয়ভাবে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করা হলে মহাসড়ক অবরোধ কর্মসূচি তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির নেতা হিমেল, ছাত্র নেতা অয়ন, মিলন ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র জোটসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।