উত্তরাঞ্চলের প্রথম লাচ্ছা সেমাই প্রস্তুতকারী প্রতিষ্ঠান আকবরিয়া পণ্যে দিচ্ছে রেইন অফার
প্রেস বিজ্ঞপ্তি
শতবর্ষ ধরে উত্তরাঞ্চলের প্রতিটি ঘ্রাণে, প্রতিটি উৎসবে, প্রতিটি আপ্যায়নে বাঙালির রসনা তৃপ্তির প্রতীক হয়ে উঠেছে আকবরিয়ার লাচ্ছা সেমাই। বর্ষার নরম জলধারা যখন শহরের পথঘাট ছুঁয়ে যায়, আকাশের মুখ ভার হয়ে নামে এক অভিমানী সুন্দর, তখন হৃদয়ের গভীরে জেগে ওঠে এক অনাবিল প্রশান্তি। বৃষ্টির দিনে যে আনন্দ ধরা দেয় এক কাপ চা আর লাচ্ছা সেমাইয়ের সংলাপে, সেই আনন্দকে আরও রঙিন করতে আকবরিয়া এনেছে রেইন অফার। লাচ্ছা সেমাইয়ে থাকছে ১৫% থেকে ২০% পর্যন্ত মূল্যছাড়। নিকটস্থ সকল বিক্রয়কেন্দ্রে অফারটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আকবরিয়ার প্রতিষ্ঠাতা মরহুম আকবর আলী মিঞা ব্রিটিশ আমলে বগুড়া শহরে প্রথমবারের মতো হাতে তৈরি লাচ্ছা সেমাই প্রস্তুত করেন। সেই সময় থেকেই আকবরিয়ার লাচ্ছা সেমাই বাঙালির রসনাজগতে জায়গা করে নেয় আপন আলোয়। শতবর্ষ ধরে উত্তরাঞ্চলের মানুষের কাছে আকবরিয়ার লাচ্ছা সেমাই উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ। শুধু ধর্মীয় উৎসবেই নয়, অতিথি আপ্যায়ন, সামাজিক অনুষ্ঠান, এমনকি দৈনন্দিন জীবনের ছোটখাটো আনন্দেও এ এক নির্ভরতার নাম। স্বাস্থ্যসম্মত উপকরণ, গুণগত মান এবং আধুনিক প্রস্তুতপ্রণালী এই পণ্যের মান ও জনপ্রিয়তাকে করেছে অনন্য।
স্থানীয় বাজারে অফারটি ইতোমধ্যে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিক্রেতারা জানান, ক্রেতারা আগ্রহ নিয়ে আকবরিয়ার সেমাই কিনছেন এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। অনেকেই বলেন, বর্ষার দিনে গরম দুধে মিশিয়ে আকবরিয়ার সেমাই খাওয়া যেন এক চিরন্তন সুখানুভূতি।
আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, উত্তর জনপদে আমার বাবা মরহুম আকবর আলী মিঞা প্রথম লাচ্ছা সেমাই তৈরি করেন। আকবরিয়ার লাচ্ছা সেমাইয়ের গুণগত মান, স্বাদ ও তৃপ্তিতে কোনো আপস করা হয় না এবং ভবিষ্যতেও হবে না। জেলার চাহিদা মিটিয়ে সারা দেশে এবং দেশের বাহিরেও যাচ্ছে আকবরিয়ার লাচ্ছা সেমাই। আকবরিয়ার প্রতি মানুষের ভালোবাসা ও আস্থা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। এই রেইন অফারের মাধ্যমে আমরা সেই ভালোবাসাকে সম্মান জানাতে চেয়েছি।
ঐতিহ্য, স্বাদ ও বিশ্বস্ততার মেলবন্ধনে আকবরিয়ার রেইন অফারটি ব্যাপক সাড় জাগিয়েছে। গুণগত মানের প্রতিশ্রুতি নিয়ে আকবরিয়া এগিয়ে চলেছে শতবর্ষের ঐতিহ্যকে আরও সমুজ্জ্বল করে তোলার পথে। এই বর্ষায় আসুন, প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিই আকবরিয়ার লাচ্ছা সেমাইয়ের সেই ঐতিহাসিক স্বাদ।