বগুড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ ২০:২০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২০ বার।

মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ঘোষিত ৭ দফা দাবী বাস্তবায়নের গুরুত্ব, আন্দোলনের যৌক্তিকতা এবং শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা বগুড়ার বীট পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা সংগ্রাম পরিষদের আহবায়ক প্রকৌশলী মোঃ নাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সাহাবুদ্দিন সৈকত। বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা আইডিইবি'র সভাপতি প্রকৌশলী মোহাম্মাদ আছাদুল হক এবং সাধারণ সম্পাদক  প্রকৌশলী মোঃ ফজর আলী লিটন।

সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী মোস্তফা আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইডিইবি'র সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন হিরু, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ শ্যামলী আকতার, নির্বাহী সদস্য মোঃ জিয়াউল হক, সংগ্রাম পরিষদের নেতা মোঃ জাকারিয়া সহ প্রমূখ নেতৃবৃন্দ। 

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, বগুড়া জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা সংগ্রাম পরিষদ ঘোষিত ৭ দফা দাবী বাস্তবায়নের গুরুত্ব আরোপ করেন ও আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরেন। সেই সাথে ৭ দফা দাবী বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।