বগুড়ায় দাদার ধর্ষণের শিকার ৩ বছরের শিশু

ধুনট( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৫২ বার।

বগুড়ার ধুনট উপজেলায় বিস্কুট খাওয়ানোর কথা বলে আদর করে নিজ ঘরে নিয়ে ৩ বছর বয়সের নাতিনকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম (৫৮) নামে এক কাঠমিন্ত্রির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

 

সোমবার (১ সেপেন্টম্বর) রাতে ভুক্তভোগী ওই শিশুর বাবা বাদি হয়ে আবুল কালামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আবুল কালাম উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের আলতাব আলীর ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বিলচাপড়ী গ্রামে এক কৃষকের ৩ বছর বয়সের মেয়ে ২৮ আগস্ট সকাল ৭টায় নিজ বাড়ির আঙ্গিনায় দাদির সাথে খেলা করছিল। এসময় শিশুটির মা ও বাবা জীবিকার তাগিদে বাড়ির বাইরে অবস্থান করেন। এ অবস্থায় প্রতিবেশী দাদা আবুল কালাম ওই শিশুকে বিস্কুট খায়ানোর কথা বলে আদর করে কোলে তুলে প্রায় ৩০০ মিটার দুরে নিজ ঘরে নিয়ে যায়। এরপর ঘরের দরজা বন্ধ করে বিছানার ওপর ওই শিশুকে ধর্ষণ করে আবুল কালম।

 

এ অবস্থায় প্রায় ৩০ মিনিট পর শিশুটির মা বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে আবুল কালামের বাড়িতে যায়। সেখানে ঘরের ভেতর শিশুর কান্না শুনে দরজা ভেঙে ঘরে ঢুকে মেয়েকে কালামের কোলে রক্তাক্ত অবস্থায় পান। এ সময় আবুল কালম কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। তখন অসুস্থ্য অবস্থায় শিশুটিকে প্রথমে ধুনট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার মা ও বাবা।

 

ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ বলেন, এ মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।