বগুড়ায় বিএনপির বর্ষপূর্তিতে প্রজন্মদলের বৃক্ষরোপণ
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে মুক্তিযুদ্ধের প্রজন্মদল। সদর উপজেলা প্রজন্মদল যুগ্ম আহ্বায়ক রাসেল শেখের ব্যবস্থাপনায় শহরের গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডারের ওপর রোপণ করা হচ্ছে ফলজ গাছ।
আজ মঙ্গলবার বিকেলে বগুড়া রেলওয়ে স্টেশনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রজন্মদল সভাপতি আব্দুল আজিজ হিরা। সড়কের বুক চিরে রূপের পসরা সাজিয়ে সবুজ প্রকৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন দলটির নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রজন্মদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি নিপন, সহ সভাপতি আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, খায়রুল হাসান কোমল, কোষাধ্যক্ষ জিন্নাতুল ইসলাম জিন্নাহ, বগুড়া সদর উপজেলা আহ্বায়ক শায়েস্তা খান, সদস্য সচিব রেজাউল সরকার রেজা, শহর যুবদলের সহ সভাপতি রায়হান শরীফ মাসুম, প্রজন্মদল নেতা আতিকুর রহমান, মাসুদুর রহমান মাসুম, সামিউল হক সুমন, আব্দুল হাকিম, আসলাম বিশ্বাস, রেজাউল করিম, এমআর ইসলাম মিন্টু, গোফ্ফার আলী ডাবলু, রাসেল রহমান, সোহেল রানা প্রমুখ।