বগুড়ায় সিঁধ কেটে কৃষকের গোয়ালঘর থেকে ৫ গরু চুরি

শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৫ বার।

বগুড়ার শেরপুরে সিঁধ কেটে এক কৃষকের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আশগ্রামে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক জানান, রাত ২টা পর্যন্ত তিনি জেগে ছিলেন। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়ালঘরে থাকা ৫টি গরু নেই। এ সময় গোয়ালঘরের জানালার নিচে সিঁধ কাটা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, চোরেরা সিঁধ কেটে ভিতরে প্রবেশ করে গরুগুলো নিয়ে গেছে। চুরি হওয়া গরুগুলোর মূল্য আনুমানিক ৫ লাখ টাকা।

 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি তবে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে গরু উদ্ধারে ও চোরদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।”