বগুড়ার শিবগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২১ বার।

বগুড়ার শিবগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পুন্ডনগর সভাকক্ষে নেটস্ বাংলাদেশ ও পল্লীশ্রী হোপ প্রকল্পের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

 

অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন হোপ প্রকল্পের পরিচালক শামসুন নাহার। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী।

 

গণশুনানিতে জুড়ি বোর্ড হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত ওসি একেএম লুৎফর রহমান, প্যানেল চেয়ারম্যান ফাহিমা বেগম ও অ্যাডভোকেট রুহুল আমিন বাবু। এ সময় সমাজের বিভিন্ন স্তরের নারী অংশগ্রহণকারীরা নিজেদের ভুক্তভোগিতার কথা তুলে ধরেন এবং জুড়ি বোর্ড তাদের সমস্যা সমাধানে করণীয় দিক নির্দেশনা প্রদান করেন।