দুর্নীতিবাজরা কখনোই ইসলামপন্থীদের ক্ষমতায় বসাতে চায় না : বগুড়ায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৭:০১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৪ বার।

ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ইসলামীপন্থীরা ক্ষমতায় আসলেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। কিন্তু রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে থাকা অসৎ, দুর্নীতিবাজরা কোনভাবেই ইসলামপন্থীদের ক্ষমতায় বসাতে চায় না। 

 

বুধবার সকালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল-মামুন। 

 

শিক্ষার্থীদের উদ্দেশে কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগামীর নেতৃত্ব তৈরি হয়। অধিকাংশ ছাত্র সংগঠন ক্যারিয়ার গঠনের পরিবর্তে আগুন জ্বালানোর স্লোগান শেখায়। বিপরীতে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়তা করে ছাত্রশিবির। 

 

কলেজ শাখা সেক্রেটারি সাকিব হাসান তামিমের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বক্তব্য রাখেন ছাত্রশিবির কেন্দ্রীয় প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, বগুড়া শহর জামায়াতের আমির ও দলের মনোনীত বগুড়া-৬ আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, শহর ছাত্রশিবির সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, সেক্রেটারি শফিকুল ইসলাম। 

 

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে তাদের ক্রিয়েটিভ কার্যক্রম অব্যাহত রাখবে, এমন প্রত্যাশা করে নবীনরা।