সুস্থ-সমাজ গঠনে ওয়াজ মাহফিল সর্বোচ্চ ভূমিকা রাখে : শহীদুল
প্রেস বিজ্ঞপ্তি
সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের জিএম ও বিশিষ্ট সমাজসেবক মো. শহীদুল ইসলাম বলেছেন, সমাজে সব শ্রেণি-পেশার মানুষ বসবাস করে। কারও পক্ষে একাকী বসবাস করা অসম্ভব। প্রয়োজন হয় পরস্পরের সহযোগিতা।
তিনি বলেন, সুস্থ-সমাজ গঠনে ওয়াজ মাহফিলের গুরুত্ব অপরিসীম। সমাজে চলমান নানাবিধ বিশৃঙ্খলা রক্ষায় ইসলামী আলোচনা সর্বোচ্চ ভূমিকা রাখে। এলাকার মুসল্লীরা আশা করেন, ওয়াজ মাহফিল হবে জ্ঞানভিত্তিক, যুক্তিপূর্ণ এবং সহনশীল।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের আটবাড়িয়া ঈদগাহ মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজসেবক মো. শহীদুল ইসলাম।
তিনি বলেন, মানব সেবা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। অসহায়ের বিপদে সীসাঢালা প্রাচীরের মতো পাশে দাঁড়ানোও মনুষ্যত্বের দাবি। নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত মহিলা বিষয়ক অফিসার মাঈনুল ইসলাম। ইসলামী আলোচনায় প্রধান বক্তা ছিলেন ক্বারী মাওলানা সিয়াম হোসেন বাস্তববাদী। দ্বিতীয় বক্তা ছিলেন হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন ইটভাটা ব্যবসায়ী আজাদুল ইসলাম আজাদ, জামে মসজিদ কমিটির সভাপতি হাফিজার রহমান, ব্যবসায়ী সহিদুল ইসলাম, আজিজুর রহমান উজ্জল সহ অনেকে।