বগুড়া-২ আসন ছেড়ে দিল বিএনপি, লড়বেন মান্না

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:০৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৪১ বার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমমনাদের জন্য আরও ১০টি আসনে ছাড় দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

দলের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এ সিদ্ধান্তের কথা জানান।

 

 

ছাড় দেওয়া আসনগুলো হলো—কুমিল্লা-৭, নড়াইল-২, যশোর-৫, পটুয়াখালী-৩, ঝিনাইদহ-২, পিরোজপুর-১, ঢাকা-১২ ও ১৩, ব্রাহ্মণবাড়িয়া-৬ এবং বগুড়া-২।

 

 

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, এলডিপি থেকে বের হয়ে বিএনপির সঙ্গে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন রেদোয়ান আহমেদ। তিনি কুমিল্লা-৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন।

 

এনপিপির চেয়ারম্যান এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ আসন থেকে নির্বাচনে লড়বেন। ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ যশোর-৫, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী-৩, একই দলের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২ এবং জাতীয় পার্টির মোস্তফা জামান হায়দার পিরোজপুর-১ আসন থেকে লড়বেন।

 

এ ছাড়াও, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা-১৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২, গণসংহতির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে লড়বেন।

 

এর আগে, মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনি সমঝোতায় পৌঁছে দলটিকে ৪টি আসন ছাড় দেয় বিএনপি। নিলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২ এই আসনগুলো দলটিকে ছেড়ে দেওয়া হয়।