আইডিয়াল নার্সিং কলেজ বগুড়ার ফুড ফেয়ার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬ ১৭:৫৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

আইডিয়াল নার্সিং কলেজ বগুড়ার ছাত্রছাত্রীদের আয়োজনে ফুড ফেয়ার ২০২৬ অনুষ্ঠান শনিবার সকালে অধ্যক্ষ মোঃ মনজুর হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো: ওয়াদুদুল হক তরফদার। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মো: রমজান আলী আকন্দ, আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান আলাউদ্দিন সরকার, প্রতিষ্ঠানের পরিচালক সেলিম রেজা, পরিচালক প্রশাসন মোহাম্মদ আলমগীর হোসাইন, পরিচালনা পরিষদেরর সদস্য জুলফিকার আলী বাবু। প্রধান অতিথি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পুষ্টি সমৃদ্ধ ফুড ফেযারের প্রশংসা করেন এবং মানবতার কল্যানে কাজ করার আহবান জানান।