শিবগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে মীর শাহে আলমের গণ সংযোগ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬ ১৮:৩৭ ।
বগুড়ার খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম দিনব্যাপী ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী সমাবেশ করেছেন।
তিনি শনিবার সকালে উপজেলার দেউলী ইউনিয়নের রহবল, পাকুরতলা, মধুপুরসহ বিভিন্ন পাড়ায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম মুকুল, অধ্যাপক নজরুল ইসলাম, মীর সিমান্ত, দেউলী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, যুবদল নেতা খালিদ হাসান আরমান, আব্দুল্লাহ জোবায়ের, মাহাদী তমাল, আবু শাহিন প্রমুখ।
পরে বিকেলে কিচক উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী সমাবেশে যোগদান করে।
আরও পড়ুন