বগুড়ার শেরপুরে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা

শেরপুর(বগুড়া)প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬ ১৮:১৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৪ বার।

চাঁদাবাজ -সন্ত্রাসী ও দুনীতি বাজদের তওবা করে আদর্শ নাগরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।


শনিবার (২৪ জানুয়ারি)দুপুরে জামায়াতে ইসলামী  শেরপুর উপজেলা শাখার উদ্যাগে মহিপুর খেলার মাঠে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জামায়াত মনোনিত প্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমানের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 
আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সরকার পরিচালনার সুযোগ পেলে অতিতের মত আর কেউ সরকারি কোষাগার থেকে চুরি করতে পারবেনা। যারা জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে। দেশে কোন বৈষম্য থাকবেনা। সমাজের সর্বস্তরে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, জামায়াতের লোকেরা অতীতে কখনো চাঁদাবাজী করেনি, বর্তমানে করেনা এবং ভবিষ্যতেও করবেনা। আমাদের পরিস্কার ঘোষণা হলো আমরা চাঁদাবাজি করবোনা, কাউকে করতেও দিবোনা। 


তিনি আরো বলেন,নারীরা আমাদের মায়ের জাত। তাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করা হবে। পুরুষদের পাশাপাশি আমাদের মায়েরা যোগ্যতার সাথে দেশ গড়ার কাজে অংশগ্রহন করবেন। তারা নিশ্চিন্তে নিজের ইজ্জত নিয়ে চলাফেরা করবেন। মায়েদের মেধাকে দেশের উন্নয়নে কাজে লাগিয়ে তাদেরকে সম্মানিত করা হবে। কেউ মায়েদের ইজ্জত এবং সম্মান নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে বরদাশত করা হবেনা। যুবকদের উদ্দেশ্যে আমিরে জামায়াত বলেন, আমরা দেশের যুবকদের বেকার অবস্থায় দেখতে চাই না। আমরা বেকারদের ভাতা দিয়ে অসম্মানিত করতে চাই না। আমরা যুবকদের হাতকে কারিগরের হাতে পরিনত করতে চাই। সকল যুবক-যুবতীর হাতে কাজ তুলে দিতে চাই। তিনি ন্যায়, ইনসাফের মানবিক বাংলাদেশ গড়তে সর্বস্তরের মানুষকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান।


পরে তিনি বগুড়া-৫ আসনের জামায়াত মনোনিত প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমানের হাতে দাঁড়িপাল্লা প্রতিক তুলে দিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।


শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিমের সঞ্চালনায় এই জনসভায় বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারী মানছুরুর রহমান,উপজেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাড.আব্দুল হালিম,নাজমুল হক,জামায়াত নেতা শাহীন আলম,ইফতেখার আলম,শিবির নেতা জোবায়ের আহম্মদ,এনসিপির স্থানীয় নেতা আব্দুল আলীম,রাশেদ সাদাত,ফেরদৌস শেখ, নাইমুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।