বগুড়ায় তামাকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি
তামাকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়ে তামাক বিরোধী লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন আইএসআইটিসি-২ প্রকল্পের আওতায় বগুড়া পৌরসভা ও মেরী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় সংস্থার নেতৃবৃন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিবের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব বলেন, 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫' অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান, শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ। তামাক ও ধূমপান মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অল্প বয়সে তামাকের প্রতি আসক্তি ভবিষ্যতে নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায়। তাই শিক্ষার্থী জীবন থেকেই তামাক বিরোধী সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বগুড়া পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন এর সাথে আলাপকালে জানান, তামাকপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ধূমপায়ী ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্যদেরও ক্ষতির মুখে ঠেলে দেন। আইএসআইটিসি-২ প্রকল্পের আওতায় বাৎসরিক পরিকল্পনায় অবহিতকরণ, পয়েন্ট নির্ধারণ, চিহ্নিতকরণ, পোস্টার লাগানো, মতবিনিময় সভা, জরিপ, মানববন্ধন, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, বিলবোর্ড স্থাপন, মোবাইল কোর্ট পরিচালনা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিবেদন প্রচার-প্রচারণাসহ তামাক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।