বগুড়ায় প্রকাশ শৈলীর শিশু‌দের নি‌য়ে পিঠা উৎসব

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬ ১৮:১২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

ষোল প‌দের পিঠা নি‌য়ে বগুড়ায় প্রকাশ শৈলীর আ‌য়োজ‌নে পিঠ‌া উৎসব অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

২৪ জানুয়া‌রি শ‌নিবার বিকা‌লে বগুড়া শহ‌রের ম‌্যাক্স মো‌টে‌লে পিঠা উৎস‌বে শিশু‌দের মা‌ঝে পিঠার প‌রিচয়, তৈরীর নিয়ম, উপকরণ বলা হয়। পিঠা উৎস‌বের আ‌লোচনা সভায় সভাপ‌তিত্ব ক‌রেন লুবনা জাহান। স্বাগত বক্তব‌্য রা‌খেন ঈমামুল হুদা বিপ্লব। বক্তব‌্য রা‌খেন ক‌বি জয়ন্ত দেব, সংশপ্তক থি‌য়েটা‌রের সভাপ‌তি আব্দুল্লা‌হেল কা‌ফি তারা, সাধারণ সম্পাদক সা‌দেকুর রহমান সুজন, থি‌য়েটার আইডিয়ার প‌রিচা‌লক নিভা রানী সরকার পূ‌র্ণিমা, জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার সভাপ‌তি ফা‌তেমা ইয়াস‌মিন, সাধারণ সম্পাদক সা‌দেকুর রহমান সোহাগ, স্বল্প দৈর্ঘ‌্য চল‌চ্চিত্র নির্মাতা সু‌পিন বর্মন, ছড়াকার আ‌মির খসরু সে‌লিম, চিত্রশিল্পী হাসান, সঙ্গীত প্রশিক্ষক শুক্লাধর। অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন ক‌বি ও সাংবা‌দিক এইচ আ‌লিম। অনুষ্ঠা‌নে প্রকাশ শৈলীর সদদস‌্য বৈভব এর অনুষ্ঠান প‌রিচালনায় শিশুরা দেশগান ও ক‌বিতা আবৃ‌ত্তি‌তে অংশগ্রহণ ক‌রেন।

প্রকাশ শৈলীর সাধারণ সম্পাদক লুবনা জাহান জানান, শিশু‌দের দেশীয় সংস্কৃ‌তির অন‌্যতম অধ‌্যায় পিঠার স‌ঙ্গে প‌রিচয় ও খাওয়া‌নো হয়। আমা‌দের দেশীয় সংস্কৃ‌তির ধারাবহমান রাখ‌তে শিশু‌দের হ‌রেক রক‌মের পিঠার উপকরণ ও তৈরী প্রণা‌লি বিষ‌য়ে জানা‌নো হয়। শে‌ষে দেশগান ও পিঠাপু‌লি নি‌য়ে ক‌বিতা আবৃ‌ত্তি ক‌রেন সংগঠ‌নের সদস‌্যরা।