ঐক্যফ্রন্টের শোক র‌্যালিতে পুলিশের বাধা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ ১৩:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৯ বার।

পুলিশের বাধায় বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত শোক র‌্যালি পণ্ড হয়েছে। খবর দেশ রুপান্তর

সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে আবরার হত্যার প্রতিবাদে শোকসভা শেষে এ র‌্যালির উদ্যোগ নেয় জাতীয় ঐক্যফ্রন্ট। 
শোকসভা শেষে র‌্যালি নিয়ে বের হলে প্রেস ক্লাবের মোড়ে তা আটকে দেয় পুলিশ। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। 

তিনি বলেন, আজ দেশের মানুষকে বন্দি করে রেখেছে এই সরকার। কেউ কোনো কথা বলতে পারে না। সভা-সমাবেশ করতে পারে না। শোক র‌্যালি করতে পারে না। কিন্তু সরকার দলের লোকেরা ঠিকই সব কিছুই করতে পারে।

র‌্যালিতে গাড়ির মধ্যে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। পুলিশের বাধার মুখে তাকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়।