ধুনটে মুক্তিযুদ্ধের সংগঠক তবিবর রহমান আর নেই

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৮ ১৩:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬১ বার।

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক তবিবর রহমান তালুকদার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। বার্ধক্যজনিত কারনে বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলা সদরের চালাপাড়া গ্রামের বাড়ীতে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বাদ যোহর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তবিবর রহমান তালুকদার স্বাধীনতার পর প্রথম ধুনট ইউনিয়ন পরিষদের মনোনিত চেয়ারম্যান ছিলেন। এছাড়া সরকারি ধুনট ডিগ্রি কলেজ, সরকারি ধুনট এনইউ পাইলট পাইলট উচ্চ বিদ্যালয়, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, এইচআর দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির প্রাক্তন সদস্য ছিলেন।

তার মৃত্যুতে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্সহ নেতৃবৃন্দ।