সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার প্রথম বর্ষ সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ ১২:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২১ বার।

সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার প্রথম বর্ষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শুরু হয়ে রাতে গিয়ে শেষ হয় এই সাধারণ সভা। সভায় সভাপতিত্ব করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। বক্তব্য রাখেন জোটের উপদেষ্টা বাঙালি সংস্কৃতি পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, জোটের সাবেক সভাপতি মনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, এবিএম জিয়াউল হক বাবলা। জোটের দপ্দর সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে গত এক বছরের প্রতিবেদন উপস্থাপন করেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। অর্থ বিষয়ে প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক রবিউল আলম অশ্রু। গঠনতন্ত্র সংশোধনি ও প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন জোটের প্রতিনিধি সাদেকুর রহমান সুজন, খলিলুর রহমান চৌধুরী, লায়ন আতিকুর রহমান মিঠু, আব্দুল্লাহেল কাফি তারা, জয়ন্ত দেব, দৌলতুজ্জামান দৌলত, আব্দুল আউয়াল, নুরুল ইসলাম চৌধুরী, শ্যামল বিশ^াস, আমিনুল ইসলাম মানিক, মাহাবুবর রহমান মানিক, হাসিবুল হাসান মুন, সিকতা কাজল, আজিজার রহমান তাজ, রফিকুল ইসলাম, আব্দুল বাছেদ তনুসহ জোটের অন্যান্য প্রতিনিধিবৃন্দ। শুরুতে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সম্মেলনে কেন্দ্রীয় কমিটিতে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তৌফিক হাসান ময়নাকে সম্মাননা প্রদান করা হয়। সাধারণ সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং সাংস্কৃতিক কর্মীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাধারণ সভায় সংগঠনকে আরো গতিশীল করতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জোটের সহ সভাপতি মতিয়ার রহমান, গৌতম কুমার দাস, আসাদ হোসেন, আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন, আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক ফজরে রাব্বী, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, প্রবীর মোহন্ত, শিরীন সুলতানা উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গিত গাওয়ার মধ্যে দিয়ে প্রথম বর্ষ সাধারণ সভা শেষ হয়।