মহারাষ্ট্রে সরকার গঠনে শিবসেনার সহায় এখন কংগ্রেস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ ০৭:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৫ বার।

মহারাষ্ট্রে রাজ্য সরকার গঠন নিয়ে নাটকীয়তা চূড়ান্ত পর্যায়ে। রাজ্যপাল এনসিপিকে সরকার গঠনের ডাক দিতেই পরিস্থিতি অন্যদিকে মোড় নিয়েছে। কংগ্রেসের সমর্থন ছাড়া শিবসেনার আর কোনো উপায় নেই।

জি নিউজ জানায়, শিবসেনাকে সরকার গঠন করতে সমর্থন দেওয়া হবে কী না তা নিয়ে মঙ্গলবার মুম্বাইয়ে বৈঠকে বসছে কংগ্রেস ও এনসিপি। ওই বৈঠকে থাকছেন কংগ্রেসের দিল্লির নেতারা।

সোমবার এনসিপি নেতা অজিত পাওয়ার বলেন, মঙ্গলবার কংগ্রেস ও এনসিপি বৈঠকে বসছে। ওই বৈঠকেই ঠিক হবে শিবসেনার ভাগ্য।

এদিন রাজ্যপাল ভগত সিং কোশয়ারির সঙ্গে দেখা করেন আদিত্য ঠাকরে। তাকেই এবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে শিবসেনা। এদিন সরকার গঠনের কথা বললেও রাজ্যপাল তার কাছে কংগ্রেসের সমর্থন চিঠি দেখতে চান। কিন্তু তা দেখাতে পারেননি আদিত্য।

এরপরেই তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এনসিপিকে সরকার গঠনের জন্য ডাক দেন রাজ্যপাল। এর ফলে সরকার গঠন নিয়ে শিবসেনা শিবিরে অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়।

এদিকে কংগ্রেসের সঙ্গে জোট করেও সরকার গঠনের পথে বাধা রয়েছে এনসিপি। মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে আটটার মধ্যে তাদের সিদ্ধান্ত রাজ্যপালকে জানাতে হবে এনসিপিকে। এনসিপি নেতা জয়ন্ত পাতিল বলেছেন, আমরা শুরু থেকেই বলে আসছি, আসনসংখ্যা বেশি না হওয়ায় বিরোধী আসনে বসবে এনসিপি।

প্রসঙ্গত, ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি জিতে ১০৫ আসন, শিবসেনা ৫৬, এনসিপি ৫৪ ও কংগ্রেস ৪৪ আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে সেই রাজ্যে প্রয়োজন ১৪৫টি আসন। ফলে বিজেপিকে ছাড়া সরকার গঠনের জন্য পরস্পরের ওপর নির্ভর করতে হচ্ছে বাকি দলগুলোকে।