টিএমএসএস মেডিকেল কলেজে সেল সেপারেশন সেন্ট্রিফিউজ মেশিন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ ১৩:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৫৯ বার।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে মঙ্গলবার কনফারেন্স রুমে ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্টের উদ্যোগে ইনুগ্রেশন অফ অল সেপারেটর সেন্ট্রিফিউজ মেশিন এন্ড একটিভিটি অব ট্রান্সফিউশন মেডিসিন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। 


টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম-এর সভাপতিত্বে সেমিনারের কার্যক্রম শুরু হয়। সেমিনারে উপস্থিত ছিলেন টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক রোটা: ডা. মোঃ মতিউর রহমান, টিএমএসএস’র পরামর্শক ও সাবেক যুগ্ম-সচিব নাজমুল হক, ডোমেইন প্রধান (স্বাস্থ্য সেক্টর) ডা. মোঃ আব্দুল হক, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ শাহজাহান আলী সরকার, টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম, ডিরেক্টর রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল- ডা. এ এস এম বরকতুল্লাহ, ডিরেক্টর এইচআরএম এ- এ্যাডমিন- শাহজাদী বেগম, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. মোঃ আব্দুল গফুর মন্ডল, পরিচালক খোরশেদ আলম সহ টিএমএসএস মেডিকেল কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান। 


সেমিনারে বাংলাদেশে রক্ত পরিসঞ্চালনের ইতিহাস এবং রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন অত্র বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোস্তফা আহমেদ ত্বোহা। তিনি বলেন, এর মাধ্যমে এক ব্যাগ দানকৃত রক্ত থেকে রেড সেল কনসেনটেট, প্লাটিলেট ও প্লাজমা তৈরী করা যায় এবং একই সাথে তিনজন ভিন্ন ভিন্ন রোগীর চিকিৎসা করা যায়। এতে অপ্রতুল রক্তের সর্বোত্তম ব্যবহার করা সম্ভব এবং রক্ত সঞ্চালন জনিত অনাকাক্সিক্ষত পার্শ্ব-প্রতিক্রিয়া প্রতিরোধ করা সম্ভব।


এছাড়াও তিনি ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অন্যান্য সেবা এন্টিবডি ডিটেকশন এন্ড টাইট্রেশন, আইসিটি ক্রসম্যাচিং ইত্যাদি নিয়ে আলোচনা করেন। রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চালুকৃত এই সমস্ত সেবা সমূহে উত্তরবঙ্গের রোগীরা উপকৃত হবেন। সেমিনার শেষে অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্টে নতুন সংযোজন সেল সেপারেশন সেন্ট্রিফিউজ মেশিন উদ্বোধন করেন।