২১ তারিখের মধ্যে হল খুলে দেয়ার দাবি জাবি শিক্ষার্থীদের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ ১৩:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৬ বার।

আগামী ২১ তারিখের মধ্যে হল খুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্যাম্পাসের অভ্যন্তরের দোকানপাট খুলে দেয়ার আহ্বান জানান তারা। খবুর যুগান্তর অনলাইন

যদি এই সময়ের মধ্যে দাবি মানা না হয় তবে ২২ নভেম্বর সমাবেশের মধ্য দিয়ে আবার আন্দোলন শুরু করা হবে।

বুধবার বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে মিছিল বের করা হয়।

মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে পুরনো প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।