আইনস্টাইন ও স্টিফেনের সঙ্গে তুলনা! কে এই বিস্ময় বালক?

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ ১১:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১১ বার।

৯ বছরের বালক লরেন্ত সিমন্স। এরইমধ্যে বেলজিয়ামের বিস্ময় বালকের খ্যাতি পেয়েছে। কারণ এই বয়সে স্নাতক সম্পন্ন করতে যাচ্ছে সে। খবর যুগান্তর

শুধু তাই নয়, অতি মেধাবী লরেন্তকে আলবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিংয়ের সঙ্গে তুলনা করছেন অনেকে। চারটি ভাষায় কথা বলতে পারে সে।

জানা গেছে, সামনে মাসে (ডিসেম্বর) আইন্দহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলোজিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর স্নাতক কোর্স সম্পন্ন হবে তার। এজন্য সময় লাগছে আর মাত্র নয় মাস।

বার্তা সংস্থা সিএনএনকে লরেন্তের বাবা জানিয়েছেন, স্নাতক সম্পন্নের পর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পিএইচডি করতে চায় তার ছেলে। এর পাশাপাশি মেডিসিন নিয়েও পড়ালেখা করছে সে।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মেইল জানিয়েছে, মাত্র আট বছর বয়সে মাধ্যমিক পর্যায়ের পড়ালেখা শেষ করে লরেন্ত। ডিসেম্বরে তার স্নাতক সম্পন্ন হলে সবচেয়ে কম বয়সে এই ডিগ্রি অর্জনের রেকর্ড গড়া হবে তার।

এর আগে ইউনিভার্সিটি অব আলাবামা থেকে মাত্র ১০ বছর বয়সে স্নাতক সম্পন্ন করেছিলেন যুক্তরাষ্ট্রের মিশেল কার্নে।

মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করতে মোট ১৮ মাস সময় লাগছে লরেন্তের। তার ইচ্ছা নভোচারী বা হার্ট সার্জন হওয়া।

দ্য টেলিগ্রাফকে লরেন্ত জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া লক্ষ্য তার। কারণ ক্যালিফোর্নিয়ার ভালো আবহাওয়া। কিন্তু লরেন্তের বাবা আলেক্সান্ডার সিমন্সের ইচ্ছা, ছেলে যুক্তরাজ্যে পাড়ি জমাক।