সিরিয়ায় মার্কিন বাহিনীর ছেড়ে যাওয়া ঘাঁটি দখলে নিল রাশিয়া

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ ১১:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩০ বার।

সিরিয়ায় মার্কিন বাহিনীর ছেড়ে যাওয়া ঘাঁটি নিয়ন্ত্রণে নিল রাশিয়ার নিরাপত্তা বাহিনী। উত্তর সিরিয়ার কোবানে শহরের কাছে বিমানঘাঁটিতে রুশ মিলিটারি পুলিশকে টহল দিতে দেখা গিয়েছে। খবর যুগান্তর অনলাইন

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের অভিযানে বিমানঘাঁটিটি ছেড়ে চলে যায় মার্কিন বাহিনী। এরপরে সিরিয়ার সরকার বাহিনী এলাকাটিতে অবস্থান নেয়। বুধবার সেখানে রুশ বিমানবাহিনীর হেলিকপ্টার অবতরণ করে।

রুশ মিলিটারি পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, ওই বিমানঘাঁটির মাধ্যমে আসাদ বিরোধীদের সহায়তা দিত মার্কিন বাহিনী। তারা এলাকাটি ছেড়ে যাওয়ায় সেটি এখন রুশ মিলিটারি পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে।

তিনি বলেন, ‘পুরো ঘাঁটিটিতে আমরা টহল দেওয়া শুরু করেছি। এ ছাড়া কোথাও কোনো মাইন পুঁতে রাখা হয়েছে কীনা সেটা অনুসন্ধান করে দেখছি। আমরা জানি না আসলে মার্কিন বাহিনী কোনো ফাঁদ পেতে রেখে গেছে কীনা এখানে।’ 

দীর্ঘদিন অবস্থানের প্রস্তুতি নিয়ে ঘাঁটিটি গড়ে তুলেছিল মার্কিন বাহিনী। এতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, স্বয়ংপূর্ণ বিদ্যুৎ সরবরাহ এবং একটি সমৃদ্ধ ব্যায়ামাগারও দেখা গিয়েছে।