বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজে দেশের বিখ্যাত ডাক্তারদের নিয়ে মেডিকেল ক্যাম্প ও সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ ১৪:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৩৪ বার।

ঢাকা মেডিকেল কলেজের কে-৩২ ব্যাচের উদ্যোগে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজে শুক্রবার দিনব্যাপী মেডিকেল ক্যাম্প ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

ওই ক্যাম্পে দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা সেবা প্রদান ছাড়াও চিকিৎসায় মান উন্নয়ন ও চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে একাধিক মতবিনিময় করেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

শুক্রবার সকালে কার্ডিওলজি, মেডিসিন, সার্জারী, নিউরোসার্জারী, ইউরোলজি, ডায়াবোটালজি ও গাইনী বিভাগের জটিল রুগীদের সেবা প্রদান করেন। এর আগে টিএমএসএস মেডিকেল কলেজে ৩টি ভেন্যুতে পৃথক পৃথক চিকিৎসা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ ডাক্তার ও উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। দিনব্যাপী উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক ডাঃ মতিউর রহমান সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। শনিবার একই ভেন্যুতে বিশেষজ্ঞ ডাক্তারগণ রুগী দেখাসহ একাধিক সেমিনারে অংশগ্রহণ করবেন।

মেডিকেল ক্যাম্পে রুগী দেখেন ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার, বারডেম এর বিভাগীয় প্রধান ও সিনিয় কনসালটেন্ট কার্ডিওলজি অধ্যাপক ডাঃ এম মাকসুমুল হক, বিএসএমএমইউ এর নিউরোসার্জারী বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এটি এম মোশারফ হোসেন, ঢাকা মাতুইলের মা ও শিশু স্বাস্থ্য ইনষ্টিটিউট এর অবস্ এন্ড গাইনী বিভাগের অধ্যাপক ডাঃ সারিয়া তাসনিম, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইউরোলজিষ্ট ও এন্ড্রোলোজিষ্ট সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এস এম মাহবুব আলম, বারডেম জেনারেল হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটোলজি বিভাগের সাবেক অধ্যাপক, অধ্যাপক ডাঃ আনিছুর রহমান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারীর সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সৈয়দ মাহমুদুর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজের সার্জারী ও ইউরোলজি বিভাগের অধ্যাপক ডাঃ এম এইচ আলমগীর পাভেল ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।