বগুড়ায় সংবাদ সম্মেলনে ঘোষণা

খালেদা জিয়াকে মুক্ত পরিবেশে চিকিৎসার সুযোগ না দিলে আন্দোলন করবে ড্যাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ ১২:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৬ বার।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভাল নয় দাবি করে তার সুচিকিৎসার দাবি জানিয়েছেন ডক্টরস্্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ। রোববার সন্ধ্যার আগে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়াকে তার প্রাপ্য জামিন দিয়ে মুক্ত পরিবেশে চিকিৎসা গ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় চিকিৎসক সমাজ জনগণকে সঙ্গে নিয়ে তার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তুলবে। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ড্যাবের বগুড়া শহর শাখার আহবায়ক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। উপস্থিত ছিলেন ড্যাবের বগুড়া জেলা কমিটির আহবায়ক ডা. শাহ্ মোহাম্মদ শাহজাহান আলী ও ড্যাব শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার আহবায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজসহ সংগঠনের বেশ কয়েজন সদস্য।
ডা. মইনুল হাসান সাদিক লিখিত বক্তব্যে বলেন, চিকিৎসার অভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শরীরের জয়েন্টগুলো শক্ত এবং বাঁকা হতে চলেছে। যা অচিরেই স্থায়ী রূপ নিতে যাচ্ছে। যার কারণে তিনি অন্যের সাহায্য ছাড়া চলাফেরা, ওঠাবসা এমনকি নিজ হাতে খাবার পর্যন্ত খেতে পারছেন না। বলা যায় তিনি ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি অভিযোগ করেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) মিথ্যাচার করছেন। খালেদা জিয়া কখনোই সংশ্লিষ্ট কোন চিকিৎসককে কখনোই তাকে চিকিৎসা সেবা দিতে বাধা প্রদান করেননি আর সেটা সম্ভবও নয়।
সংবাদ সম্মেলনে ডা. মইনুল হাসান সাদিক বলেন, যথাযথ চিকিৎসা না পেলে ডায়াবেটিস ও হৃদরোগ জড়িত বড় ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। যদি সেরকম কিছু হয় তাহলে তার দায়ভার বিএসএমএমইউ কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট চিকিৎসক ও সরকারকেই বহন করতে হবে।