রাজধানীতে লিফটে চাপা পড়ে যুবকের মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ ১৩:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৭ বার।

রাজধানীর মহাখালীর একটি আবাসিক হোটেলে লিফটের দরজায় চাপা পড়ে ওমর ফারুক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবর দেশ রুপান্তর 

চট্টগ্রামে বিএম এনার্জি লিমিটেড নামে একটি বেসরকারি কোম্পানির জোনাল ম্যানেজার হিসেবে চাকরি করতেন নিহত ফারুক। মাগুরার মোহাম্মাদপুর উপজেলার মৌশা গ্রামের সাইদুর রহমানের ছেলে ওমর ফারুক। স্ত্রী রেশমা ও দুই সন্তান নিয়ে থাকতেন চট্টগ্রামে।

মৃত ফারুকের চাচা শ্বশুর সাইফুর রহমান জানান, সোমবার ঢাকায় রেশমার একটি চাকরির ইন্টারভিউ রয়েছে। সে জন্য চট্টগ্রাম থেকে রবিবার সকালে ঢাকায় আসে পরিবারসহ। ঢাকায় এসে ওঠেন মহাখালী রসুলবাগ শাহিন ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ৫ তলার একটি কক্ষে। সেখানে দুপুরে লিফটে নামার সময় লিফটের দরজার সঙ্গে চাপা পড়ে সে। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।