টিএমএসএস পিএসিই প্রকল্পের আওতায় সোলার লাইট ট্রাপ স্থাপন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ ১২:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫১ বার।

টিএমএসএস পিএসিই প্রকল্পের আওতায় বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর ও শেরপুর উপজেলার কানুপুর এলাকায় শনিবার সোলার লাইট ট্র্যাপ স্থাপনের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন টিএমএসএস এর পরিচালক (অপারেশন-১) মোঃ রেজাউল করিম। উপস্থিত ছিলেন যুগ্ম-পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান, উপ-পরিচালক মোঃ রেজাউল করিম,কৃষিবিদ এ.বি.এম. মাহমুদুল হাছান। এছাড়াও টিএমএসএস এর সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাগণ ও স্থানীয় কৃষক-কৃষানীগন উপস্থিত ছিলেন। আলোক ফাঁদ একটি জনপ্রিয়, সহজ, পরিবেশ বান্ধব কীটপতঙ্গ শনাক্তকরণ, পর্যবেক্ষণ ও দমন পদ্ধতি। জনপ্রিয় ও সহজ এ পদ্ধতিটি ব্যবহার করে ফসলের ক্ষতিকারক পোকামাকড় সহজে চিহ্নিত ও দমন করা যায়। তা মাথায় রেখে কৃষকদের সুবিধার্থে ফসলের মাঠে ব্যবহার উপযোগী সৌরশক্তি চালিত নতুন ও আধুনিক আলোক ফাঁদ উদ্ভাবন করা হয়েছে। এটি ব্যবহারে অতি সহজে শস্যের ক্ষতিকারক পোকা-মাকড় চি‎িহ্নত ও দমন করা সম্ভব। নতুন উদ্ভাবিত এই যন্ত্রটি মাঠে একবার স্থাপন করলে দীর্ঘদিন টিকে থাকে। এটি সূর্যের আলোর অনুপস্থিতিতে তথা সন্ধ্যায় স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠে এবং নির্দিষ্ট সময় শেষে নিভে যায়। সম্পূর্ণ প্রযুক্তিটি একটি সৌর প্যানেল, একটি ব্যাটারি, একটি কন্ট্রোলার, একটি বৈদ্যুতিক বাতি এবং কেরোসিন/ ডিটরিজেন্ট মিশ্রিত পানি ও পাত্র এবং একটি স্ট্যান্ডের সমন্বয়ে তৈরি। এই প্রযুক্তির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে কৃষকদের সবজির মাঠে ক্ষতিকারক পোকা দমন করা সহজ হবে। যার ফলে এক দিকে ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমবে এবং পরিবেশ থাকবে নির্মল; অন্যদিকে বিদেশী কীটনাশক ক্রয় বাবদ প্রচুর টাকা ব্যয় করতে হবেনা। এতে কৃষকদের সবজির উৎপাদন খরচ কমে, বাড়বে নিরাপদ সবজি উৎপাদন। উল্লেখ্য সংশ্লিষ্ট এলাকায় টিএমএসএস পিএসিই প্রকল্পের আওতায় ১৫ টি সোলার সিস্টেম স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে সংস্থার উর্দ্ধতন কর্মকর্তারা জানান।