সকলের কল্যাণ কামনায় বগুড়ায় গীতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ ১৪:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৪ বার।

দেশ ও দশের মঙ্গল কামনা করে শতাধিক ভক্তবৃন্দের আরাধনায় ধর্মীয় ভাবাগাম্ভীর্যের মধ্য দিয়ে বগুড়ায় গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের লতিফপুর কলোনী মুকুন্দ গোসাই আশ্রমে গীতা সংঘের আয়োজনে ভগবান শ্রী কৃষ্ণের বাণীস্বরুপ সনাতন ধর্মালম্বীদের মূল গ্রন্থ শ্রী শ্রী গীতা পাঠের এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সহ-সভাপতি ও গীতা সংঘের উপদেষ্টা অতুল কুমার সাহার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সন্ধ্যা থেকে পবিত্র গীতা পাঠের মাধ্যমে মূল আলোচক হিসেবে ধর্মীয় আলোচনা করেন গীতা সংঘের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক স্বপন কুমার রায়। গীতা সংঘের সভাপতি রঞ্জিত কুমার কবিরাজ এবং সাধারণ সম্পাদক অরুণ সরকারের নেতৃত্বে দীর্ঘদিন থেকে পরিচালিত সনাতন ধর্মালম্বীদের গীতা সম্পর্কে জ্ঞান আরোহনের এই অনুষ্ঠানে শনিবার রাতে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার কোষাধ্যক্ষ আনন্দ মোহন পাল, মুকুন্দ গোসাই আশ্রমের সভাপতি মণিন্দ্রনাথ মোহন্ত মণি, পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সহ-সভাপতি সঞ্জীব প্রসাদ জয়সোয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়, সহ-দপ্তর সম্পাদক রঞ্জন কুমার কুন্ডু ও কার্যনির্বাহী সদস্য শুভঙ্কর কুন্ডু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অরবিন্দ সাহা (বাবলু), বিজয় বিহানী সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তবৃন্দ। পরিশেষে প্রসাদ বিতরণের মাধ্যমে শ্রী শ্রী গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।