অঘোষিত ধর্মঘটে বগুড়ায় চলছে বিআরটিসি, হানিফ ও শ্যামলী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ ১৫:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৪ বার।

নতুন সড়ক পরিবহন আইন প্রণয়নের দাবিতে বগুড়ায় শ্রমিকদের অঘোষিত পরিবহন ধর্মঘটের মাঝেও বিআরটিসি, হানিফ পরিবহন ও শ্যামলী পরিবহনের কিছু বাস চলাচল করছে। সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে যানচলাচল বন্ধ হয়ে গেলেও উত্তরবঙ্গমুখী ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী ওই তিন পরিবহনের কিছু বাস চলাচল করেছে।

বগুড়ার ঠনঠনিয়া হানিফ পরিবহনের স্টাফ হোসেন আলী জানান, সকাল থেকে বগুড়া হতে আমাদের ১০ টি বাস ঢাকার দিকে ছেড়ে গেছে। পরবর্তীতে কোন সমস্যা হলে অফিস যেভাবে নির্দেশনা দিবে সেভাবে কাজ করা হবে।

শ্যামলী পরিবহনের ঠনঠনিয়া কাউন্টারের চঞ্চল জানান, সকাল থেকে আমাদের ২ থেকে ৩ টি বাস ঢাকা উদ্দেশ্য ছেড়ে গেছে। ড্রাইভার যেতে রাজি না হওয়াতে আমরা গাড়ি ছাড়তে পারছিনা।

এদিকে প্রায় সবগুলো রুটে বিআরটিসি পরিহনের বাস স্বাভাবিক ভাবে চলাচল করতে দেখা গেছে। বগুড়া থেকে সারিয়াকান্দি উপজেলার অভ্যন্তরীণ রুটে অল্প কিছু বাস চলাচল করছে।

ওই কাউন্টারের থাকা মোহাম্মাদ জামান জানান, ড্রাইভার না থাকায় সীমিত বাস ছেড়ে গেছে। বড় কোন সমস্যা না হলে বাস চলাচল চালু থাকবে।