বিমানবন্দরে দেখা, উড়োজাহাজে বিয়ে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ ০৭:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৮ বার।

বরের বাড়ি অস্ট্রেলিয়ায় আর কনের নিউজিল্যান্ড। দুই দেশের মাঝামাঝিতে মধ্য আকাশে বিয়ে করলেন তারা। তখন তাদের বহনকারী উড়োজাহাজটি ছিল ভূমি থেকে ৩৭ হাজার ফুট উচ্চতায়। খবর দেশ রুপান্তর অনলাইন 

সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, ডেভিড ভ্যালিয়ান্ট ও ক্যাথি ভ্যালিয়ান্ট সিডনি থেকে অকল্যান্ডগামী বাণিজ্যিক উড়োজাহাজ জেটএয়ার ফ্লাইট ২০১ এর যাত্রী ছিলেন। তারা মাঝ আকাশে আনুষ্ঠানিকভাবে ‘কবুল’ বলে বিয়েতে সম্মতি দেন। পরে চুমু খান।

এই বিরল মুহূর্তের সাক্ষী ছিল কেবিনে থাকা অন্য যাত্রীরা। বিয়ে পড়ান জেটএয়ারের একজন গ্রাউন্ড ক্রু।

পরে এক বিবৃতিতে ক্যাথি বলেন, “এটি ছিল অসাধারণ অভিজ্ঞতা। আমরা সারা জীবন মনে রাখবো।”

২০১১ সালে কম্পিউটার গেম ‘এয়ারপোর্ট সিটি’ খেলতে গিয়ে অনলাইনে পরিচয় হয় ডেভিড ও ক্যাথির। এর দুই বছর পর সিডনি বিমানবন্দরের তাদের প্রথম দেখা হয়। এর কয়েক বছর পর ব্রিসবেন থেকে মেলবোর্নগামী উড়োজাহাজে বিয়ের প্রস্তাব দেন ডেভিড।

জেটএয়ারের উড়োজাহাজটি সিডনি থেকে আকাশে ওঠার আগেই এই দম্পতির বিয়ের আইনি কাজ সম্পন্ন হয়। আর বাকি আনুষ্ঠানিকতার জন্য তারা মাঝ আকাশকে বেছে নেন।

ক্যাথি জানান, বিমানে উড়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এবং পরম্পরের প্রতি ভালোবাসাকে প্রতীকায়িত করতে এভাবে বিয়ের পরিকল্পনা সাজান তারা।

এর আগে জেটএয়ারের কাছে নিজেদের পরিকল্পনা জানান প্রেমিক জুটি। এয়ারলাইনস কর্তৃপক্ষ সম্মতি প্রকাশে দেরি করেনি।