বগুড়ায় কয়েকটি রুটে বাস চলাচল শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ ০৯:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৪৯ বার।

নতুন সড়ক আইনে আংশিক পরিবর্তনের আশ্বাসে দেশব্যাপী অঘোষিত পরিবহন ধর্মঘট তুলে নেওয়া হলেও বগুড়ায় সব রুটে  বাস চলাচল স্বাভাবিক হয়নি।বগুড়ার ঠনঠনিয়া কোচ বাস স্ট্যান্ড থেকে ঢাকার শুধু গাবতলীর উদ্দেশ্যে এবং চারমাথা থেকে সিরাজগঞ্জগামী কিছু বাস চলাচল করতে দেখা গেছে। কিন্তু রাস্তায় যাত্রীদের চাপ কম রয়েছে বলে জানিয়েছেন কাউন্টার ম্যানেজারেরা। 

তবে চারমাথায় আক্কেলপুর,জয়পুরগাট,নঁওগা,চাঁপাপুর,মোলামগাড়ি,সান্তাহার,পাবনা, নগরবাড়ি কোন বাস ছেড়ে যায়নি। বেলা ১২ টার পর রংপুরের উদ্দেশ্যে দীন পরিবহনের দুটি বাস চারমাথার মোড় থেকে ছেড়ে গেছে।  এসময় কাউন্টার গুলোতে যাত্রীদের ভোগান্তি পোহাতে দেখা যায়।

 
এর আগে বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে নতুন সড়ক আইন পরিবর্তনের দাবিতে বগুড়ায় যাত্রী ও পণ্যবাহী সব পরিবহন বন্ধ রেখে পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘটে নামে চালক ও শ্রমিকরা। এমনকি সকল রুটে যানবাহন চলাচলও বন্ধ করে দেন তারা।  


চালকেরা জানায়, নতুন সড়ক আইনে উল্লেখিত জরিমানা ও শাস্তিব্যবস্থা মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পরিবহন মালিক-শ্রমিক পক্ষ। যানবাহনের কাগজপত্র চেকিংয়ের নামে সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানির প্রতিবাদে সারাদেশের ন্যায় বগুড়াতেও যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা।


বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল জানান, সব প্রকার পরিবহন ধর্মঘট কেন্দ্রীয়ভাবে প্রত্যাহার হওয়ায় ও নতুন আইন সংশোধনের আশ্বাসে বগুড়ায় চালক-শ্রমিকরা যানবাহন চালাতে শুরু করেছে। কিছু চালক ভয়ে তাদের গাড়ি বন্ধ রেখেছিল। কিন্তু ধীরে ধীরে  মহাসড়ক এখন আগের অবস্থায় ফিরতে শুরু করেছে। 


বগুড়া সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) রেজাউল করিম  রেজা জানান,  বৃহস্পতিবার সকাল থেকেই বগুড়া মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। সন্ধ্যার আগেই মহাসড়ক আগের অবস্থায় ফিরে যাবে বলে আশা করছেন তিনি।