তুরস্ক থেকে বিমানে করে এল পেঁয়াজ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ ০৬:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২২ বার।

পেঁয়াজের অস্বাভাবিক দাম বাড়ায় বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। আজ তুরস্ক থেকে একটি বিশেষ ফ্লাইটে আনা হয়েছে পেঁয়াজ।

মেঘনা গ্রুপ তুরস্ক থেকে এই খাদ্যপণ্য আমদানি করেছে।

টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে শুক্রবার সকালে মেঘনা গ্রুপের আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ঢাকায় এসে পৌঁছায়।

এই সরকারকে দেবে মেঘনা গ্রুপ। সরকার টিসিবির মাধ্যমে সেগুলো বিক্রি করবে।

গত সেপ্টেম্বরে ভারত রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়তে থাকে। গেল সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজের দাম কেজিতে ২৩০ থেকে আড়াইশ’ টাকায় উঠে যায়। এতে ক্রেতা সাধারণের নাভিশ্বাস দেখা যায়।পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে লাগাম টানতে বিমানে করে পেঁয়াজ আনার ঘোষণা দেয় সরকার। বুধবার প্রথম পাকিস্তান থেকে ৮২ টন পেঁয়াজ দেশে এসেছে।

মেঘনা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেঘনা গ্রুপের প্রায় ১২ থেকে ১৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ সমুদ্র পথে জাহাজে করে আনা হবে। এগুলো ১ ডিসেম্বর থেকে চট্টগ্রাম বন্দরে আসা শুরু হবে, যা পরবর্তীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) হস্তান্তর করা হবে।