সন্তান শিক্ষকের কোলে, নিশ্চিন্তে পরীক্ষা দিচ্ছেন মা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ ১৪:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৮ বার।

বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট ‘বিজনেস ইংলিশ’ কোর্সের ৩০ মিনিটের একটি ক্লাস টেস্ট নেয়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক। এক পর্যায়ে তিনি দেখেন ক্লাসে এক ছাত্রী তার ছোট্ট শিশুকে নিয়ে এসেছে, সন্তান মায়ের কোলে ঘুমাচ্ছে। 

পরীক্ষার হলে শিশুকে নিয়ে আসার কারণ জানতে চাইলেন শিক্ষক। বাসায় রেখে আসার মত কেউ ছিল না বলে জানালেন ছাত্রী। 

এ কথা শুনে শিক্ষকের বেশ মায়া লাগল।

এদিকে ছাত্রী বেশ স্বাচ্ছন্দে ঘুমন্ত বাচ্চাকে কোলে নিয়েই পরীক্ষায় অংশগ্রহন করলেন। কিছুক্ষণ পর শিক্ষক জানতে চাইলেন, বাচ্চার ডায়াপার পরানো আছে কিনা।

হ্যাঁ সূচক জবাব পেলে শিক্ষক বাচ্চাকে কোলে তুলে নিলেন। কোন দ্বিধা না করেই শিক্ষকের কোলে বাচ্চাকে  দিয়ে নিশ্চিন্তে পরীক্ষা দিলেন শিক্ষার্থী। 

পরীক্ষা শেষ হলে, মুহূর্তটাকে স্বরণীয় করে রাখতে শিক্ষক ক্লাসের একজনকে ছবি তুলে দিতে বললেন।  

শিক্ষক বলেন, আমাদের দেশে অনেক মেয়ে বিয়ের পরে পড়াশুনায় অনিয়মিত হয়ে পড়েন। সেখানে এতটুকু একটা বাচ্চা কোলে নিয়ে আমার এই ছাত্রী পড়াশুনা চালিয়ে যাচ্ছে, বিষয়টি সত্যিই আমাকে মুগ্ধ করেছে। 

তিনি বলেন, মায়ের পরীক্ষা চলাকালীন বাচ্চাটা আমার কাঁধে মাথা রেখে পুরো সময় ঘুমিয়েছে। বিষয়টি বেশ উপভোগ্য ছিল। সবকিছু মিলে প্রায় ১৭ বছরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জীবনে আমার জন্য এটি  ভাল অভিজ্ঞতা ছিল বলা যায়।