কাশ্মীর পরিদর্শনে ভারতের অনুমতি পেতে ট্রাম্পের সাহায্য চাইল কংগ্রেস প্যানেল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ ০৭:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৬ বার।

কাশ্মীর পরিদর্শন এবং সেখানকার পরিস্থিতি সরেজমিন দেখতে কূটনীতিকদের অনুমতি নিশ্চিতে ভারতকে রাজি করানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাহায্য চেয়েছে মার্কিন কংগ্রেস প্যানেল। 

হাউস ফরেন অ্যাফেয়ার্স সাব-কমিটি অন এশিয়া’র প্রধান কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যান পররাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা এক চিঠিতে এ অনুরোধ জানান।

ডন জানায়, গত মাসে এই প্যানেল এশিয়ার মানবাধিকার বিষয় নিয়ে একটি শুনানি করে যার অধিকাংশই জুড়ে ছিল ভারত শাসিত কাশ্মীর পরিস্থিতি।

শুনানিতে অংশগ্রহণকারীরা ভারত শাসিত কাশ্মীরে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে গত ৫ আগস্ট এই উপত্যকার বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে ভারতের অঙ্গীভূত করার নয়াদিল্লির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রধান সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলসকে লেখা চিঠিতে কাশ্মীরে মার্কিন কূটনীতিক পাঠানোর চেষ্টা জোরদার করারও আহ্বান জানান শেরম্যান।

চিঠিতে তিনি বলেন, ‘একটি কারণে কাশ্মীর নিয়ে আমি খুবই উদ্বিগ্ন যে, ওই অঞ্চল থেকে আসা তথ্যগুলোর নির্ভরযোগ্যতার ঘাটতি আছে।’

অ্যালিস ওয়েলসকে চিঠিতে স্মরণ করিয়ে দিয়ে শেরম্যান বলেন, ‘গত ৫ আগস্ট ভারত এই উপত্যকাকে অঙ্গীভূত করে নেওয়ার পর সেখানকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করতে মার্কিন কূটনীতিকদের কাশ্মীর পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে কিনা ২২ অক্টোবরের শুনানিতে আপনার কাছে জানতে চাওয়া হয়েছিল।’

‘জবাবে আপনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র কাশ্মীর পরিদর্শনের অনুমতি চেয়েছিল, কিন্তু ভারত সরকার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে’ বৃহস্পতিবার গণ্যমাধ্যমে আসা চিঠিতে এই কথাও বলেন প্যানেল প্রধান।

চিঠিতে তিনটি প্রশ্নের জবাব চেয়ে তিনি বলেন, ‘গত ৫ আগস্টের পর মার্কিন কূটনীতিকদের কাশ্মীর পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে কিনা? ওই সময়ের পর থেকে কূটনীতিকদের কাশ্মীর পরিদর্শনের অনুমতি দিতে যুক্তরাষ্ট্র কতবার অনুরোধ করেছে? এবং, কোন কারণে ভারত সরকার মার্কিন কূটনীতিকদের কাশ্মীর পরিদর্শনের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে?’

নিরাপত্তার কারণে মার্কিন কূটনীতিকদের কাশ্মীর পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি- ভারতীয় কর্মকর্তাদের এমন দাবির কথা উল্লেখ করে শেরম্যান বলেন, অক্টোবরে ঠিকই ইউরোপিয়ান পার্লামেন্টের বাছাইকৃত কিছু সদস্যকে কাশ্মীর পরিদর্শনের অনুমতি দিয়েছিল ভারত সরকার।

‘এর আলোকে, ভারত সরকারের উচিত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদেরও কাশ্মীর পরিদর্শনের অনুমতি দেওয়া’ যোগ করেন তিনি।

এছাড়া গত ২২ অক্টোবরের শুনানিতে হাউস কমিটির সদস্যরা কাশ্মীর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা দপ্তরের বিশেষ (গোয়েন্দা তথ্যভিত্তিক রুদ্ধদ্বার) ব্রিফিংয়েরও অনুরোধ জানায়।

গত ৫ আগস্ট হিন্দুত্ববাদী বিজেপি সরকার বিশেষ সাংবিধানিক ও রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে কাশ্মীরকে কেন্দ্রীয় শাসনের অধীনে নিয়ে যায়। সেই থেকে কড়া কারফিউ আরোপের পাশাপাশি ফোন ও ইন্টারনেট যোগাযোগ বন্ধ থাকায় অঞ্চলটি কার্যত গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন রয়েছে।