বগুড়ায় খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডঃ মালিক ও শ্রমিক পলাতক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ ১২:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৫৫ বার।

 

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় সেলিম বিরিয়ান এন্ড সুইটস্ নামের এক খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে সেখান থেকে পালিয়ে যায় হোটেল মালিক ও কর্মচারিরা। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

রোববার  সন্ধ্যা সাড়ে ৫ টায় জনবহুল বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা গোহাইল রোর্ডের মুখে সেলিম বিরিয়ান এন্ড সুইটস্ নামের ঐ খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন লাগার পরেই হোটেলের মালিক শ্রমিক সেখান থেকে পালিয়ে যায়। এরপর, স্থানীয়দের সহায়তায় বগুড়া ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যদের চেষ্টায় বড় ধরনের ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রনে আসে।

পথচারি হেলাল আহাম্মেদ জানান, বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা ব্যস্ততম ও জনবহুল এলাকা। সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত শহরের সাতমাথায় অসংখ্য মানুষ চলাচলা করে। তিনি বলেন, শহরের এই হোটেলে আগুন লাগলে সেখান থেকে হোটেলের মালিক ও শ্রমিকরা নিমিশেই পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা বড় ধরনের ক্ষয়-ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রনে আনেন।

আজাদ আকবর  জানান, এসব হোটেলে আগুন নির্বাপক কোন কিছুই রাখা হয় না। এর কারনে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভবনা থেকেই যায়। তিনি আরও বলেন, প্রত্যকদিন বিকাল থেকে শহরের মধ্যে বিভিন্ন ভ্রাম্যমান তেলে ভাজা খাবারের দোকান বসে। এগুলোর প্রত্যেকটাতেই একাধিক গ্যাস সিলিন্ডার ও চুলা খুবি কাছাকাছি রাখা হয়। কোন ভাবেই এসব যেন প্রশাসনের চোখে আসে না। বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে হয়তো এগুলোর প্রতিকার হবে না বলেও আক্ষেভের স্বরে জানান এই পথচারি।

 

বগুড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র কর্মকর্তা মোঃ বজলুর রশিদ জানান, সন্ধায় শহরের সাতমাথায় একটি হোটেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এমন সংবাদে তাৎক্ষনিক সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তিনি বলেন গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত ঘটে।