২ বছর আগে পুকুরে মাছ চুরি, বগুড়ায় গ্রেফতার ১০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ ১১:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৪ বার।

বগুড়ার নন্দীগ্রামে প্রায় ২ বছর আগে পুকুর থেকে মাছ চুরির দায়ে ওয়ারেন্টভুক্ত ১০ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মাড়িয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রেজাউল করিম, রেজাউল করিমের ছেলে আল-আমিন, এমদাদুল হকের ছেলে উজ্জল হোসেন, মনিনাগ গ্রামের আছতুল্য হোসেনের ছেলে কাজেম উদ্দিন, ভেদাউল্যার ছেলে আফছার আলী, কাজেম উদ্দিনের ছেলে সুলতান শেখ, আফছা আলীর ছেলে হানিফ উদ্দিন ও আরিফ হোসেন, ঘুটু মিয়ার ছেলে ফেরদৌস আলম, ফোকপাল গ্রামের কালিয়া রহমানের ছেলে আব্দুল মজিদ।

মামলা সূত্রে জানা যায়, নন্দীগ্রামের মাড়িয়া গ্রামের ফেরদৌস আলমের এক একর পুকুর থেকে ২৭-০৯-২০১৭ইং সালে চুরি করে মাছ বিক্রি করা হয়। এই ঘটনায় সে বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলা নং- ১৬১/সি।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির বলেন, গ্রেফতারকৃত ওই ১০ আসামীকে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।