একুশে পদকপ্রাপ্ত কবি ও স্থপতি রবিউল হুসাইন আর নেই

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ ০৬:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯১ বার।

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কবি ও স্থপতি রবিউল হুসাইন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার মধ্য রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এই কীর্তিমানের বয়স হয়েছিল ৬৭ বছর৷

রবিউল হুসাইনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও লেখক মফিদুল হক। খবর দেশ রুপান্তর 

রবিউল হুসাইনের জন্ম ঝিনাইদহে। তিনি একাধারে স্থপতি, কবি, শিল্প-সমালোচক, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী।

রবিউল হুসাইনের লেখা উল্লেখযোগ্য বই হলো কী আছে এই অন্ধকারের গভীরে, আরও উনত্রিশটি চাঁদ, স্থিরবিন্দুর মোহন সংকট, কর্পূরের ডানাঅলা পাখি, আমগ্ন কাটাকুটি খেলা, বিষুবরেখা, দুর্দান্ত, অমনিবাস, কবিতাপুঞ্জ, স্বপ্নের সাহসী মানুষেরা, যে নদী রাত্রির, বাংলাদেশের স্থাপত্য সংস্কৃতি  ইত্যাদি।

পেশা স্থাপত্যশিল্প হলেও সম্পৃক্ততা ছিল বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। ভাষা ও সাহিত্যে অবদান রাখায় ২০১৮ সালে একুশে পদক পান। এ ছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, কবিতালাপ পুরস্কার, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার’সহ অসংখ্য স্বীকৃতি লাভ করেছেন রবিউল হুসাইন। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষকও ছিলেন তিনি।

মৃত্যুকালে এক পুত্র সন্তান রেখে গেছেন রবিউল হুসাইন। তার স্ত্রী মারা গেছেন আগেই।