বগুড়ায় সঃ আঃ হক কলেজে মহানবীর জীবনীর উপর আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ ১২:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫০৮ বার।

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ধরায়  শুভাগমন ও তাঁর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ইংরেজি বিভাগের আয়োজনে ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হক।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আসমাউল হুসনার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ওসমান গণি এবং প্রফেসর আব্দুর রাজ্জাক। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক জাহিদ সারোয়ার আলী খান, এসএম কবীর রানা, সহকারি অধ্যাপক আকিদুল ইসলাম, টিপু সুলতান, সৈয়দ ফখরুল মূলক, ফাহমিদা রোজানা, রকিবুল ইসলাম ও তানিয়া তাবাসস্মুম। এসময় আলোচকগণ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বর্তমান বিশ্ব ব্যবস্থায় তাঁর আদর্শ বাস্তবায়নের গুরুত্ব উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-নাত এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মতিয়ার রহমান সাজু।