ইয়েমেনে শান্তি প্রক্রিয়া: ২০০ হুথিকে মুক্তি দিল সৌদি জোট

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ ১৪:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৯ বার।

সৌদি আরব নেতৃত্বাধীন জোট মঙ্গলবার ২০০ হুথি বন্দীকে মুক্তি দিয়েছে। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তি দেয়া হয় ইয়েমেনের শিয়াপন্থী বিদ্রোহী গোষ্ঠীদের এসব সদস্যদের।

আনাদলু জানায়, সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকির বরাত দিয়ে সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ বিষয়টি নিশ্চিত করে।

তুর্কি আল মালিকি আরও জানান, শিগগিরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) সহায়তায় সানা থেকে জরুরি চিকিৎসার জন্য ফ্লাইট চালু হবে।

গত বছর ডিসেম্বরে স্টকহোম জাতিসংঘের সমঝোতায় ইয়েমেন সরকার এবং হুথিদের মধ্যে একটি অস্ত্র বিরতি চুক্তি হয়। যদিও ইয়েমেন সরকার সমর্থক সৌদি জোট এবং হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা অব্যাহত থাকে।

২০১৪ সালে ইয়েমেন সরকার ও হুথিদের মধ্যে এই গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর ইয়েমেন সরকারের পক্ষে সৌদি জোট অংশগ্রহণ করলে ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হয় দেশটি। এই যুদ্ধে হাজার হাজার লোক নিহত হয়েছে এবং প্রায় ১০ লাখ লোক দুর্ভিক্ষের মুখে আছে বলে জানায় জাতিসংঘ।