বগুড়ায় ডিবির অভিযানে বিপুল ইয়াবাসহ গ্রেফতার ১০

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ ১২:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৭২ বার।

বগুড়ায় পৃথক অভিযানে সাড়ে ১৪’শ পিস ইয়াবাসহ ১০ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকাল ৪ টা থেকে চলা ওই অভিযানে জেলার শাজাহানপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এর মধ্যে জেলার শাজাহানপুর এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা হলো- শাজাহানপুরের বাঁশগাড়ী পূর্বপাড়ার আবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২৬) ও পার তেখুর দক্ষিণপাড়ার মালেক মন্ডলের ছেলে শাহীন মন্ডল (৩৮) এবং শেরপুর থানার উলিপুরের মুনছুর আলীর ছেলে হারুনুর রশিদ শামীম (২৯)। 

এছাড়াও সদর এলাকায় অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলো- গাবতলী উপজেলার সাবেকপাড়ার বাদশার ছেলে শাহীন (৩০) ও মোফাজ্জলের ছেলে মিনহাজ সুমন (৩২)।

৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার অপর ৫ জন হলো- জয়পুরহাটের বুলুপাড়ার সমীরণ কিশোরের ছেলে নিহার রঞ্জন (৩৯) ও শৈলাপাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে আবু সালেহ (২৫), চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাড়ার নওসেদ আলীর ছেলে বাবুল আলী (৩০), সদরের নিশিন্দারার ইলিয়াস উদ্দিনের ছেলে মেহেদি হাসান (২৫) এবং ফুলবাড়ির আহাম্মদ আলীর ছেলে আনসার আলী (৩২)।

ডিবির ওসি আছলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের টিম ১৪৪০ পিস ইয়াবাসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।