৩২ জনকে কামড়ালো একটি কুকুর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ ১৩:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৭ বার।

ঝিনাইদহের শৈলকুপায় বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ ৩২ ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার বিপ্রবগদিয়া ও পাইকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে গ্রামবাসী কুকুরটিকে হত্যা করে। খবর সমকাল অনলাইন 

আহতদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিপ্রবগদিয়া গ্রামের দিলবার শেখ কুকুরের কামড়ে আহত তার শিশুকন্যা শরিফাকে নিয়ে এসেছেন শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে। তিনি জানান, শুক্রবার দুপুর ১টার দিকে একটি ক্ষেপা কুকুর গ্রামে প্রবেশ করে। কুকুরটি রাস্তা দিয়ে যাওয়ার সময় বড়-ছোট যাকেই সামনে পেয়েছে, তাকেই কামড় দিয়েছে। এভাবে বিপ্রবগদিয়া গ্রামেই ১৪ জনকে কামড় দেয়। এর আগে পাইকপাড়া গ্রামে যায় কুকুরটি। সেখানেও অনেককে কামড় দিয়ে আহত করে।

স্থানীয়রা জানায়, কুকুরের কামড়ে শরিফা (৮), সোহাগী খাতুন(৪০), মানিক মিয়া, ফারজানা, মেঘা, সুইটি(৩০), আলফাজ(৪০) ও আছিয়াসহ(৪৫) ৩২ জন আহত হয়েছেন। 

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ রহিমী বলেন, কুকুরটি দুপুরে প্রথমে পাইকপাড়া গ্রাম থেকে মানুষের ওপর আক্রমন শুরু করে। এরপর কুকুরটি বিপ্রবগদিয়া গ্রামে প্রবেশ করে একইভাবে মানুষকে কামড়াতে থাকে। তার চলার পথে যাকে পেয়েছে তাকেই কামড় দিয়েছে বলে আহত ব্যক্তিরা জানিয়েছেন।

তিনি জানান, শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা কুকুরের কামড়ে আহত ৯ জনকে চিকিৎসা দিয়েছেন। বাকিরা ঝিনাইদহ সদর হাসপাতালে গেছেন।

৭নং হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান কমারুজ্জামান জিকু জানান, বিক্ষুব্ধ গ্রামবাসী কুকুরটিকে হত্যা করেছে।